সীমান্তের পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে, আর দেশবাসীর ভয়ের কোনো কারণ নেই।
সোমবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।


তিনি জানান, মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশে বিজিবির জনবল বাড়ানোর পাশাপাশি টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। নাফ নদীতেও টহল বাড়ানো হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, কোস্টগার্ড এবং আনসারসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
জাহাঙ্গীর আলম বলেন, মিয়ানমারের আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে চলমান সংঘাত সীমান্ত পরিস্থিতিকে জটিল করেছে। এ সংঘাতের ফলে মিয়ানমারের ৮৭৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বাংলাদেশে আত্মসমর্পণ করেছেন, যাদের বিজিবির হেফাজত থেকে ফেরত পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে সব বাহিনী কাজ করছে। তবে কিছু দালাল চক্রের সহায়তায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে। এই চক্রকে প্রতিহত করতে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
রোহিঙ্গা সংকট সমাধানে সরকার সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবং জি-৮ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বেলা ১১টায় হেলিকপ্টারে টেকনাফে পৌঁছানোর পর স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং বিজিবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।