এআইইউবি গেমস ২০২৪: চ্যাম্পিয়নদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে “এআইইউবি গেমস ২০২৪”-এর পুরস্কার বিতরণী এবং চ্যাম্পিয়নদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রোববার (২২ ডিসেম্বর ২০২৪) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১১টি ক্যাটাগরির ৫টি ভিন্ন বিভাগে বিজয়ীদের সম্মানিত করা হয়। ২,৫০০ অংশগ্রহণকারীর মধ্য থেকে ১৬০ জন চ্যাম্পিয়ন ও রানার-আপকে ক্রেস্ট, প্রাইজমানি এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

বিশেষ সম্মাননা জানানো হয় এআইইউবির সাফ মহিলা চ্যাম্পিয়ন এবং ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর রানার-আপ দলকে।

বাংলাদেশ মহিলা ফুটবল দলের তারকা খেলোয়াড় ও এআইইউবির শিক্ষার্থী কৃষ্ণা রানী সরকার এবং সানজিদা আক্তারকে তাদের অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।

এছাড়া, ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করায় এআইইউবি দলকে ২ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়।

Nagad

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীদের উপস্থিতি দিনটি আরও প্রাণবন্ত করে তোলে।

এ আয়োজন দেশের শিক্ষাঙ্গনে ক্রীড়ার প্রসার এবং শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।