নলছিটিতে যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ দায়ের
ঝালকাঠির নলছিটিতে ছোট বোনের বাড়ি থেকে ফেরার পথে এক যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ভুক্তভোগীর মা আরেফিন বেগম নলছিটি থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম।


অভিযোগে বলা হয়েছে, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বিন্দুঘোষ গ্রামের কবির হাওলাদারের ছেলে মোরসালিন এবং তার প্রতিবেশী হেমায়েতের ছেলে মোত্তাকিন ভুক্তভোগীকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বিদ্যালয়ের ভবনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় যুবতী চিৎকার করলে তাকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগীর বাবা জামাল খান বলেন, “আমার মেয়ের মান-সম্মান নষ্ট করে দিয়েছে। আমি এর বিচার চাই।”
অপরদিকে অভিযুক্ত মোরসালিনের বাবা কবির হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে।”
নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।