পাঠ্যবই ছাপাটা যুদ্ধের মতো, কবে সব বই দেওয়া যাবে তা জানি না: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, পাঠ্যবই ছাপার কাজ এবার অনেক কঠিন ও যুদ্ধের মতো হয়ে উঠেছে। তবে, বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে কখন দেওয়া যাবে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোন প্রতিশ্রুতি দিতে অপারগতা প্রকাশ করেছেন।
বুধবার (১জানুয়ারি) ‘পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন ও মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান জানাচ্ছেন ১৫ জানুয়ারি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলছেন ৩০ জানুয়ারি, কিন্তু আমি সুনির্দিষ্ট কিছু বলতে পারছি না।”


তিনি আরও জানান, শিক্ষাক্রম পরিবর্তন এবং বিদেশি বই না ছাপার সিদ্ধান্তের ফলে বইয়ের সংখ্যা বেড়েছে এবং কাজ শুরু হতে অনেক দেরি হয়েছে। এছাড়া, বইয়ের মান নিশ্চিত করতে উন্নত কাগজ, ছাপা এবং মলাট ব্যবস্থাও করা হয়েছে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ পাঠ্যবই নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, “এতে কোনো সরকারের ব্যক্তি, মন্ত্রণালয় বা সিন্ডিকেট জড়িত থাকতে পারে, তবে এখন কাউকে দোষারোপ করছি না।”
তিনি বলেন, বই দিতে দেরি হলেও, শিক্ষার্থীরা মানসম্পন্ন বই পাবেন এবং তা সহজে ক্ষতিগ্রস্ত হবে না।
এছাড়া, নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, আগের শিক্ষাক্রমে ফিরে আসা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না, কারণ নতুন শিক্ষাক্রমটি বাস্তবায়নযোগ্য ছিল না।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম সভাপতিত্ব করেন এবং আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা।