স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে যুবকের আত্মহত্যা, ভিডিও বার্তায় অভিযোগ
ভারতের দিল্লির খুররানা নামে এক যুবক স্ত্রীর মানসিক নির্যাতন ও অর্থের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।আত্মহত্যার আগে একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, স্ত্রী মনিকা পাহওয়া এবং তার পরিবার তাকে আর্থিকভাবে চাপে ফেলে ১০ লাখ টাকা দাবি করেছিল, যা তার পক্ষে সম্ভব ছিল না।
ভিডিওতে খুররানা বলেন, “আমি আত্মহত্যা করতে যাচ্ছি কারণ স্ত্রী ও তার পরিবার আমাকে নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে আরও চাপ দিচ্ছে।”


খুররানার বোন জানান, স্ত্রী এবং শ্বশুরবাড়ির সদস্যরা তাকে নিয়মিত মানসিক নির্যাতন করতেন। এমনকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল।
বুধবার সকালে দিল্লির কল্যাণ বিহারে নিজ বাড়িতে খুররানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।সূত্র: এনডিটিভি।