সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব: দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ যা থাকছে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

১৯৭২ সালের সংবিধানে বারবার পরিবর্তন এনে একদলীয় শাসন এবং সামরিক শাসনের বৈধতা দেয়া হয়েছে, যা ঠেকাতে নতুন প্রস্তাবনা নিয়ে কাজ করছে সংবিধান সংস্কার কমিশন। ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন এই কমিশন জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দিতে যাচ্ছে।

কমিশন যে প্রস্তাবনা তৈরি করছে, তার মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা, ৭০ অনুচ্ছেদে পরিবর্তন, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিয়োগের বিধান, স্পিকারের একক ক্ষমতা না থাকা এবং ২১ বছর বয়সে নির্বাচনে প্রার্থী হওয়া উল্লেখযোগ্য।

কমিশনের প্রধান ড. আলী রীয়াজ বলেন, “এছাড়া এসব প্রস্তাবনায় গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হচ্ছে, যাতে কার্যকর সংস্কারের মাধ্যমে জনআকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়।” তিনি আরও বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ আহসানুল করিম বলেন, “এসব প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখা হলেও বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। এর জন্য একটি বড় রাজনৈতিক ঐক্য প্রয়োজন যাতে পরবর্তী সরকার প্রতিটি সংস্কারের বিষয়ে দায়বদ্ধ থাকে।”

কমিশন আশা করছে যে, এসব সংস্কারের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

Nagad