টেকনাফে চোরাকারবারি-কোস্ট গার্ড গুলিবিনিময়: নিহত ১, আটক ১৬
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে চোরাকারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গুলিবিনিময়ে জালাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে নাফ নদের মোহনায় নাইক্ষ্যং দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ কোস্ট গার্ডের দাবি, নিহত জালাল উদ্দিন একজন চোরাকারবারি। অভিযানে মাদক ও অস্ত্রসহ ১৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা।


আজ শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি ট্রলারে মাদক পাচারের চেষ্টা চলছে। বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার সময় কোস্ট গার্ড টহল দল ট্রলারটিকে থামার সংকেত দেয়। কিন্তু সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে চোরাকারবারিরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে এবং ট্রলারটির ইঞ্জিনরুম লক্ষ্য করে কোস্ট গার্ড পাল্টা গুলি চালায়।
পরে কোস্ট গার্ড সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রলার তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, তিনটি দেশীয় অস্ত্র এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটককৃত ১৬ জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক চোরাকারবারিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে তারা মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে আসার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কিছু মাদক নাফ নদীতে ফেলে দেয়। ফেলে দেওয়া মাদক উদ্ধারে অভিযান চলছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র জানান, পুলিশ সকালে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।