ঋণ অনিয়ম: ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডির বাধ্যতামূলক ছুটি
দায়িত্ব অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। মূলত চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ প্রদান সম্পর্কিত দায়িত্বে তার অবহেলা পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) ব্যাংকের ২৮৩তম পর্ষদ সভায় তার বাধ্যতামূলক ছুটির অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। ছুটি কার্যকর হয়েছে আজ রোববার (৫ জানুয়ারি) থেকে এবং তা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু রেজা মো. ইয়াহিয়া এমডির দায়িত্ব পালন করবেন।


ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রামের এস আলম গ্রুপকে ঋণ প্রদানে অনিয়মের বিষয়ে তদন্ত করতে বিশেষ নিরীক্ষা কমিটি গঠন করে। কমিটির তদন্তে এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীসহ আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে আসে।
এ বিষয়ে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং মানবসম্পদ বিভাগের প্রধান মো. কাওসার উল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা যায়, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ব্যাংকের কার্যক্রম পরিচালনার জন্য আবু রেজা মো. ইয়াহিয়া এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই ঘটনায় ব্যাংক ও আর্থিক খাতের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।