দুদকের মামলা: তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুইটি মামলা দায়ের করেছে।
রোববার (৫ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


দুদক সূত্রে জানা যায়, ফজলে নূর তাপস তার মেয়রত্বকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তার ২৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৩০৪ কোটি টাকারও বেশি জমা হয়েছে, এবং ৫৩৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। একইভাবে, তিনি ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারও সন্দেহজনকভাবে লেনদেন করেছেন।
আরেকটি মামলায়, তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে ৬ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৭০ কোটি ৮৯ লাখ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি ৩ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার অস্বাভাবিকভাবে লেনদেন করেছেন।
দুদক দাবি করছে, তারা অপরাধলব্ধ অর্থ গোপন করার জন্য স্থানান্তর এবং হস্তান্তর করেছে, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
এর আগে ৩ নভেম্বর দুদক সাবেক মেয়র তাপসকে তলব করে বক্তব্য দেওয়ার জন্য। অভিযোগ ছিল যে, তিনি বিভিন্ন সরকারি কাজ যেমন টেন্ডার, নিয়োগ, ইজারা ও দোকান বরাদ্দে তার সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে টাকা হাতিয়েছেন।