বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে: তদন্ত কমিশন প্রধান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান। সংগৃহীত ছবি

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় ঘটে যাওয়া বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, এই তদন্তে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এমনকি ভারত সরকারকে অনুরোধ করে হাই কমিশনের মাধ্যমে তার ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করা হবে।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত। পিলখানা হত্যাযজ্ঞের পেছনের আসল কারণ উদঘাটন করেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এ নিয়ে সবাইকে আমাদের ওপর আস্থা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “তদন্ত শেষে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যাতে ভবিষ্যতে এ ধরনের নির্মম ঘটনা আর না ঘটে। এটি ছিল সেনাবাহিনী ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, যা বিডিআর এবং সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল।”

এ হত্যাকাণ্ডকে বিদ্রোহ নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করে তিনি জানান, তদন্ত কমিশন বিডিআর, সেনাবাহিনী এবং দেশের নিরাপত্তার জন্য এই ঘটনার দায়ীদের চিহ্নিত করবে।

এ ছাড়া কমিশন চেয়ারম্যান আরও বলেন, “আমরা শুধু বিডিআর হত্যাকাণ্ড নয়, এর পেছনে থাকা যে কোনো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকেও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব।”

Nagad

এই বক্তব্যের মাধ্যমে তদন্ত কমিশন নিরপেক্ষ তদন্তের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।