লন্ডন যাত্রার আগে দেশের মানুষের জন্য যে বার্তা দিলেন খালেদা জিয়া
চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দেশের মানুষের মঙ্গল কামনা করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে খালেদা জিয়াকে বিদায় জানানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালো থাকার কামনা করেছেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।”


বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে ছয় বছর আটক রাখা হয়। আটক অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিদেশে চিকিৎসার জন্য বারবার অনুরোধ করা হলেও সরকার কর্ণপাত করেনি।”
তিনি আরও বলেন, “আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে আজ বেগম জিয়া সব মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ।”
বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমরা আশাবাদী যে সুচিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন।”
লন্ডন যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে বিকেল থেকেই বিমানবন্দর সড়কের দুই পাশে জড়ো হন বিএনপির হাজারো নেতাকর্মী। তবে জনদুর্ভোগ এড়াতে আগেই নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবুও কিছু নেতাকর্মী রাস্তায় নেমে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা সমস্যা হয়।
বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আশা করছেন, চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান একসঙ্গে দেশে ফিরে আসবেন।