বিমানবন্দরে নিরাপত্তাকর্মীর সঙ্গে হাতাহাতি: প্রবাসীকে জরিমানা, শাস্তির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনায় নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

শাহজালাল বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মো. ফারুক সুফিয়ান মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং সাঈদ উদ্দিনকে ১৯৮০ সালের দণ্ডবিধির ১৮৯ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি বা তার কর্তব্য পালনে বাধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা জরিমানা, বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

ঘটনার সূত্রে জানা যায়, বুধবার রাতে, প্রায় ৯টা ১৫ মিনিটে, নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিন বিমানবন্দরের দুই নম্বর ক্যানোপি গেট দিয়ে বের হওয়ার সময় গেট সংলগ্ন ডান পাশে দাঁড়িয়ে থাকা এক এভসেক সদস্যের সঙ্গে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি ওই নিরাপত্তাকর্মীকে ধাক্কা দেন। এরপর অন্যান্য নিরাপত্তা কর্মী এবং আনসার সদস্যরা তাকে কনকর্স হলের দিকে নিয়ে যান। সেখানে সাত-আট জন মিলে সাঈদ উদ্দিনকে বেধরক মারপিট করেন, ফলে তার মাথা ও মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায়।

পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ার পর, এভসেক সদস্যরা তাকে এবং তার সঙ্গে থাকা আত্মীয়স্বজনদের আবারও বিমানবন্দরের ভেতরে নিয়ে যান। রাতে, শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সাঈদ উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং ছেড়ে দেন।

এদিকে, তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তির আশঙ্কা রয়েছে, যেহেতু ওই ঘটনায় নিরাপত্তাকর্মীদের ওপর আক্রমণ ও তাদের কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে, তাকে কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে।

Nagad