গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’র সদস্যপদ স্থগিত করলো বাজুস
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ‘গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’-এর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বাজুস জানিয়েছে, গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড ২০২২ সালের ২৬ ডিসেম্বর বাজুসের প্রাথমিক সদস্যপদ গ্রহণের আবেদনের প্রেক্ষিতে সব শর্ত পূরণ করে সদস্যপদ পায়। তবে, প্রতিষ্ঠানটি বাজুসের গঠনতন্ত্রের ৪(ক) ধারা অনুসরণ না করে সোনার অলংকারের পরিবর্তে সোনার বার ও কয়েন বিক্রি করায় সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ ছাড়া, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও নিয়মবহির্ভূত কাজ করার অভিযোগ রয়েছে, যা বাজুসের মানদণ্ডের বিপরীত।