বিজিবির কঠোর অবস্থান: সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য ভারত
বাংলাদেশ-ভারত সীমান্তে সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষের কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে। রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা জানান, সীমান্তে ১৫০ গজের মধ্যে যেকোনো ধরনের উন্নয়নমূলক কাজের জন্য পারস্পরিক সম্মতি বাধ্যতামূলক। তবে ভারতের পূর্ববর্তী বেড়া নির্মাণ কার্যক্রম এ নিয়ম লঙ্ঘন করেছে।


তিনি আরও বলেন, “বিজিবি ও স্থানীয় জনগণের দৃঢ় অবস্থানই ভারতের কাজ বন্ধ করতে বাধ্য করেছে। সীমান্তের ৪,১৫৬ কিমির মধ্যে ৩,২৭১ কিমি ইতিমধ্যে কাঁটাতারে ঘেরা হয়েছে। বাকি ৮৮৫ কিমিতে কাজ চলছে। বিজিবি এ কাজগুলো রুখে দেওয়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করছে।”
এছাড়া লালমনিরহাটের তিন বিঘা করিডোর এবং অন্যান্য সীমান্ত এলাকায় ঝামেলার বিষয়টি তুলে ধরে তিনি অসম চুক্তিগুলোর সংশোধনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
আপনি বলেছেন গত সরকার কিছু সুবিধা দিয়ে ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে। সেই সুবিধাগুলো বাতিল করা হবে কি না- এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এজন্যই তো আমাদের মহাপরিচালক ফেব্রুয়ারি মাসে যাচ্ছে। আমরা তাদের একটা চিঠিও দেবো। যে অসম চুক্তিগুলো হয়েছে সেগুলো যাতে বাদ দেওয়া যায়।’
এই সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী স্বরাষ্ট্র উপদেষ্টা।
এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে কোঁপানো হয়েছে, এসব ঘটনা ছড়িয়ে পড়ছে- দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাঝে মাঝে ঘটনা ঘটছে। আগে এত মিডিয়া ছিল না, এখন একটা আওয়াজ হলে আপনারা জেনে যান। আগে এত জানাজানি হতো না। আপনারা এসব জানাচ্ছেন বলে আমরা উপকৃত হচ্ছি। সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি। যদি আপনারা না জানাতেন হয়তো আরও বেড়ে যেত।’