পিচ্চি হেলাল-ইমন আইনের আওতায় আসবে: ডিবি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল এবং সানজিদুল ইসলাম ইমন আইনের হাত থেকে রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া দ্রুত কার্যকর হবে এবং শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।


সম্প্রতি এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া, পিচ্চি হেলাল ও ইমন হত্যা, ছিনতাই এবং চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে অভিযুক্ত। তারা সম্প্রতি জামিনে মুক্তি পেলেও ডিবি জানিয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রেজাউল করিম মল্লিক বলেন, “কোনো সন্ত্রাসী বা অপরাধী আইনের হাত থেকে রক্ষা পাবে না। জনগণের সেবা করাই আমাদের প্রধান লক্ষ্য, এবং অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করিনি।”
গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ডিবি পুলিশ ২৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বন্দুক, বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি জব্দ করা হয়েছে।
ডিবি প্রধান বলেন, “কোনো চাঁদাবাজ বা ছিনতাইকারী এই দেশে থাকতে পারবে না। পুলিশ তাদের কঠোর হাতে দমন করবে।”
সংবাদ সম্মেলনে ডিবির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।