সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও এমপি জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এবং তার ছেলে জাকির হোসেন জুমনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইভাবে সাবেক উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব, তার স্ত্রী নীলিমা নিগার সুলতানা, মেয়ে জুল জালালে আল ইসলাম জেনিক এবং ছেলে আবরার তপন ইসলাম জেনিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।


দুদকের পক্ষ থেকে আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এবং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া রোধ করা প্রয়োজন। একই ধরনের আবেদন আব্দুল্লাহ আল জ্যাকব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়, যাদের বিরুদ্ধে সরকারি অর্থ পাচার এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে তাদের বিদেশে পালানোর সম্ভাবনা বন্ধ করা হয়েছে এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।