উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন আহমেদ
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্পিডস্টার তাসকিন আহমেদ। ২০২৪ সালে মাত্র ৭টি ম্যাচ খেলে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে এই সম্মাননা অর্জন করেছেন তিনি। ওই ৭ ম্যাচে ৫.৩ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেন তাসকিন।
উইজডেনের বর্ষসেরা একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার আছেন শ্রীলঙ্কা থেকে। তারা হলেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কা গেল বছর সবচেয়ে বেশি ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে।


পাথুম নিশাঙ্কা: ১১ ম্যাচে ৬৯৪ রান, ৩ সেঞ্চুরি, ১ ফিফটি। কুশল মেন্ডিস: ১৭ ম্যাচে ৭৪২ রান, ১ সেঞ্চুরি, ৬ ফিফটি। ওয়ানিন্দু হাসারাঙ্গা: ব্যাট হাতে ১০ ম্যাচে ৮৭ রান, বল হাতে ২৬ উইকেট।
পাকিস্তান: সাইম আইয়ুব (৯ ম্যাচে ৫১৫ রান, ৩ সেঞ্চুরি) ও শাহিন শাহ আফ্রিদি (৬ ম্যাচে ১৫ উইকেট)।
আফগানিস্তান: আজমতউল্লাহ ওমরজাই (১২ ইনিংসে ৪১৭ রান, ১৭ উইকেট) এবং আল্লাহ গজনফার (১১ ম্যাচে ২১ উইকেট)।
ওয়েস্ট ইন্ডিজ: ক্যাসি কার্টি (১২ ম্যাচে ৫৬০ রান) এবং শারফেন রাদারফোর্ড (৯ ম্যাচে ৪২৫ রান)।
ইংল্যান্ড: লিয়াম লিভিংস্টোন (৮ ম্যাচে ২৮৬ রান, ৪ উইকেট)।
২০২৪ সালে ওয়ানডে ম্যাচের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার বর্ষসেরা একাদশে জায়গা পাননি।
বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য তাসকিন আহমেদের এই অর্জন গর্বের। ২০২৪ সালে বল হাতে তার ধারাবাহিক পারফরম্যান্স টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।