দুর্বৃত্তদের হামলা, বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে কুপিয়ে জখম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

বলিউড তারকা সাইফ আলি খান দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে। ডাকাতির উদ্দেশে তারা হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

সাইফের বাড়ি থেকে জানা যায়, ঘটনার সময় পরিবারের সবাই গভীর ঘুমে ছিলেন। শব্দ পেয়ে তারা জেগে ওঠার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই হামলায় সাইফের শরীরে ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে দু’টি আঘাত গুরুতর।

ঘটনার পরপরই তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের শীর্ষ কর্মকর্তা ডা. নীরজ উত্তমানি জানান, সাইফের শারীরিক অবস্থা গুরুতর। তার শিরদাঁড়ার কাছে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। আজ (বৃহস্পতিবার) তার অস্ত্রোপচার করা হবে।

বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, এটি ডাকাতির উদ্দেশ্যে সংঘটিত ঘটনা হতে পারে। তবে হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সাইফের পরিবারের পক্ষ থেকে তার অনুরাগীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পরিবারের একজন সদস্য জানিয়েছেন, চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী দ্রুত তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Nagad

উল্লেখ্য, গত বছর শুটিং করতে গিয়ে আঘাত পাওয়ার কারণে সাইফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময়ও তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছিল। এবারও তিনি গুরুতর আঘাতের মুখোমুখি হলেন।