কাজী নজরুলের নাতি বাবুল দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী । সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী ‘গ্যাস লাইটার বিস্ফোরণে’ দগ্ধ হয়েছেন। শনিবার সকালে ঢাকার বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণের ফলে তিনি গুরুতর আহত হন। বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, শনিবার সকাল পৌনে ৭টার দিকে বাবুল কাজীকে আশঙ্কজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে এবং তার শ্বাসনালীও পুড়েছে, যার কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

বাবুল কাজী আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে এবং তিন সন্তানের মধ্যে সবার ছোট। তার বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। তারা সবাই বাংলাদেশের নাগরিক।