টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
দেশের সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় টিসিবি বিতরণ ব্যবস্থায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ কার্ড ভুয়া। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে “শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪” এর সিম্পোজিয়ামে তিনি এ তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “ডিজিটাইজেশনের মাধ্যমে টিসিবির কার্ডগুলো যাচাই করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি, এই বিপুল সংখ্যক কার্ড ভুয়া। দীর্ঘমেয়াদে টিসিবি পণ্যের ভর্তুকি টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় পণ্যের দাম বাড়িয়ে আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করতে হবে।”


তিনি আরও বলেন, “সমাজে বৈষম্য দূর করতে নীতি পরিবর্তন জরুরি। কর ব্যবস্থার উন্নয়ন এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।”
আলোচনায় উঠে আসা বিষয়গুলো দেশের অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার এবং টিসিবি কার্যক্রমে স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের গুরুত্বকে সামনে নিয়ে আসে।