হাসপাতালে ভর্তি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তার ব্যক্তিগত সহকারী মো. হায়দার জানান, বাবর হঠাৎ শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করলে দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। ওই দিন তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।

২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হওয়ার পর বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হন বাবর। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের আপিল শুনানি শেষে একে একে মামলাগুলো থেকে খালাস পান তিনি।

২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পান।

Nagad

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবর এ ঘটনায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। মুক্তির কয়েকদিন পর তার এই শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।