‘কমিশন রঙবিহীন, চেহারাহীন, তবে জনগণের প্রত্যাশা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সোমবার (২০ জানুয়ারি) সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনকালে একথা জানান।
নাসির উদ্দিন বলেন, “এই কমিশন রঙবিহীন, চেহারাহীন, তবে জনগণের প্রত্যাশা পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে মাঠকর্মীদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “ভোটার তালিকায় কোনো ধরনের অসততা বা অনীহার অভিযোগ যাতে না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”


তিনি আরও বলেন, “ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সুযোগ হারানো যাবে না। সঠিক ভোটার তালিকা তৈরি না করলে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না।” ভোটাধিকার প্রতিষ্ঠা তখনই সম্ভব হবে, যখন জনগণ ভয়ভীতি ছাড়া মুক্তভাবে ভোট দিতে পারবে, বলেও মন্তব্য করেন তিনি।