শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, কারাগারে দীর্ঘ সময় থাকার পর জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করবে ডিএমপি।

২১ জানুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে ডিএমপি সতর্ক রয়েছে এবং তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে। দীর্ঘ সময় জেলে থাকার পরও তাদের মধ্যে কোনো সংশোধন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। জেল থেকে বের হয়ে তারা আবারও চাঁদাবাজি ও দলাদলি শুরু করেছে।”

অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, “আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, যা থেকে স্পষ্ট হচ্ছে যে, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা নানা অপরাধে জড়াচ্ছে। তাদের জামিন বাতিলের জন্য আমরা আদালতে আবেদন করবো।”

এদিকে, সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে বেশ কয়েকজন আগের মতো অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমন, পিচ্চি হেলাল, কিলার আব্বাস, সুইডেন আসলাম, টিটন, এবং ফ্রিডম রাসু। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করছে এবং তাদের কর্মকাণ্ডে নজর রাখছে।

Nagad