স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর হার্ট অ্যাটাকে মৃত্যু
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম ফকিরের মৃত্যুর চার ঘণ্টা পর হার্ট অ্যাটাকে মারা গেছেন তার স্ত্রী রীনা পারভীন।
নিহত রফিকুল ইসলাম জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকার মৃত নুরুল হক মাস্টারের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রফিকুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন রীনা পারভীন। গুরুতর অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এই দম্পতি নেত্রকোনার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সানি এবং মেয়ে ফাতেমা তুজ জহুরা জেনীর বাবা-মা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।