বাংলাদেশের সঙ্গে প্রথম চুক্তি স্বাক্ষর ট্রাম্প প্রশাসনের
বাংলাদেশ সরকার ও মার্কিন প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে, যা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক চুক্তি।
শনিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে তথ্য দেন। তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ আজ ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের ভিত্তিতে একটি ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটিই তার প্রশাসনের সঙ্গে আমাদের প্রথম চুক্তি।”


চুক্তিটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে, যার আওতায় বাংলাদেশ বছরে ৫ মিলিয়ন টন (৫০ লাখ টন) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। আশিক চৌধুরী বলেন, “গ্যাসের সংকট সমাধানে এটি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। শিল্পখাতের প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
চুক্তির কূটনৈতিক গুরুত্ব নিয়েও তিনি মন্তব্য করেন। “ট্রাম্প প্রশাসন কার্যকর পদক্ষেপে বিশ্বাসী। আমরা এখন বলতে পারি, বাংলাদেশ ছিল ট্রাম্প প্রশাসনের প্রথম সহযোগী। এটি অর্থনৈতিক কূটনীতিতে আমাদের শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে,” তিনি যোগ করেন।
তিনি আরও বলেন, “অনেকে মনে করেন, ট্রাম্প প্রশাসন আসায় সবকিছু বদলে যাবে। কিন্তু মার্কিন পররাষ্ট্রনীতি অত্যন্ত স্থিতিশীল। আমরা আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি।”
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প গত ২১ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।