নরসিংদীতে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫

নরসিংদী সংবাদদাতা:নরসিংদী সংবাদদাতা:
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন আতিয়ার ও আলমগীর। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। সাবেক চেয়ারম্যান আশরাফুল আজ সকালে এলাকায় প্রবেশের চেষ্টা করলে বর্তমান চেয়ারম্যান জাকিরের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে।

ওসি আরও জানান, ঘটনাস্থল দুর্গম চরাঞ্চলে হওয়ায় সেখানে পৌঁছাতে পুলিশকে সময় লাগছে। তারা স্পিড বোটে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সংঘর্ষে আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

Nagad