চিকিৎসার জন্য চীন হতে পারে ভারতের বিকল্প: পররাষ্ট্র উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

ভারত ভিসা বন্ধ রাখার প্রেক্ষাপটে চিকিৎসার জন্য চীন বাংলাদেশিদের জন্য সম্ভাব্য বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। চীন সফর শেষে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, “চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিংকে গুরুত্ব দেওয়া যেতে পারে। এখানে চিকিৎসা ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এ বিষয়ে চীনকে ভিসা ফি কমানোর অনুরোধ জানানো হয়েছে।”

চীন বাংলাদেশে একটি বড় হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি। পূর্বাচলের একটি জায়গায় হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর হলেও তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি।

সফরকালে চীনের প্রযুক্তি খাত ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক হবে বলে জানান মো. তৌহিদ হোসেন।

Nagad