নাটোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত

নাটোর সংবাদদাতা:নাটোর সংবাদদাতা:
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ত্রিমোহনী চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

নিহতরা হলেন লাবিব হাসান শান (১৬), উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু শেখের ছেলে এবং সাদমান সাফা (১৪), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত সিয়াম (১৪) একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তিনজনই বাসুদেবপুর শ্রীশ চন্দ্র বিদ্যা নিকেতনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিন কিশোর একটি মোটরসাইকেলে করে ত্রিমোহনী এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শানকে মৃত ঘোষণা করেন।

আহত সিয়াম ও সাদমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে রাজশাহীর বিনোদপুর এলাকায় সাদমান মারা যায়।

Nagad