সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

সংগৃহীত ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, বিশেষ করে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনাসংক্রান্ত।

রোববার রাত ২টায় ঢাকা বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে।

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হওয়ার পর তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পরাজিত হন তিনি।

তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।