ফেসবুক থেকে ‘লাস্ট ওয়ার্নিং’ পেলেন মাওলানা মিজানুর রহমান আজহারী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের মুখে পড়েছেন। তার ফেসবুক পেজের রিচ কমিয়ে দেওয়া হয়েছে এবং সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে কোনো নীতিমালা লঙ্ঘন হলে তার পেজটি বন্ধ হয়ে যেতে পারে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করে একটি পোস্ট করেন।

পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, “আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ। রিচ ডাউন করে দেওয়া হয়েছে।” তিনি বলেন, “ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর, বিগত ৬ মাস পূর্বের একটি পোস্টের জের ধরে আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে।” আজহারী আরও বলেন, “নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলাসহ আরও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় ইতোপূর্বেও রেস্ট্রিকশনের কবলে পড়েছি। ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়াটা এখন সহজসাধ্য নয়।”

জনপ্রিয় এই ইসলামী আলোচক জানান, “প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্লাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া।” তিনি উল্লেখ করেন, “এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে, আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে।”

আজহারী আরও বলেন, “শুভানুধ্যায়ীদের প্রত্যাশা থাকে, যেন চলমান প্রতিটি ইস্যুতেই আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি। আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে, এটা বুঝাতেই আজকের এই পোস্ট।”

পোস্টের শেষে তিনি বলেন, “স্পর্শকাতর অনেক বিষয়ে চাইলেও আমরা ইচ্ছেমতো সব বলতে বা লিখতে পারি না। প্রজেক্ট আলফাসংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়ার ছিল। লেটেস্ট পোস্টে যে হারে রিচ ডাউন করা হয়েছে, এটা জারি থাকলে জানি না প্রজেক্টসংক্রান্ত আপডেটগুলো আপনাদের পর্যন্ত কতটুকু পৌঁছাবে।”

সবশেষে তিনি বলেন, “সপ্তাহে প্রতি জুমার নামাজের পরপরই আমাদের নিয়মিত আপডেট থাকে। সেগুলো ম্যানুয়ালি চেক করার আহ্বান রইলো।”

Nagad