‘শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলছে’
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন জনদুর্ভোগ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে তিনি এই মন্তব্য করেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলছে। দিনের পর দিন তাদের দাবি বাড়ছে। এর পেছনে কারা জড়িত, সেটাও অনেকে জানেন, কিন্তু প্রচার করেন না।”
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর মহাখালীতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং রেললাইন অবরোধের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এটা শুধু আমার একার দায়িত্ব নয়, এটি দেশবাসীরও দায়িত্ব। সচিব মহোদয় যা বলেছেন, সেটি সঠিকভাবে প্রকাশ করুন, জনগণই তাদের রেললাইন থেকে সরিয়ে দেবে।”
তিনি আরও বলেন, “জনদুর্ভোগ কমাতে শিক্ষার্থীদের উচিত ক্যাম্পাসে ফিরে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি জানানো, রাস্তায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা সমাধান নয়।”
এর আগে, বিকেল ৩টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা মহাখালীতে রেললাইন অবরোধ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং এক পর্যায়ে একটি ট্রেন উল্টোপথে ফিরে যেতে বাধ্য হয়। এছাড়া, অবরোধের ফলে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।