গোলবন্যা বইয়ে কোপা দেল রে’র সেমিফাইনালে বার্সেলোনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

ভালেন্সিয়ার বিপক্ষে ফের গোলবন্যা বইয়ে দিয়ে কোপা দেল রে’র সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে কাতালানরা ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে স্বাগতিকদের।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মেস্তায়া স্টেডিয়ামে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন ফেররান তরেস। এছাড়া একটি করে গোল করেন ফের্মিন লোপেস ও লামিনে ইয়ামাল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বার্সেলোনা। মাত্র তিন মিনিটের মাথায় আলেহান্দ্রো বাল্দের ক্রসে নিচু শটে বল জালে পাঠান তরেস। তবে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে উদযাপন করেননি তিনি।

১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। রাফিনিয়ার পাস থেকে ইয়ামালের শট পোস্টে লেগে ফেরার পর সুযোগ কাজে লাগান তিনি। রেফারি প্রথমে অফসাইড দিলেও ভিএআরের সাহায্যে গোলের সিদ্ধান্ত দেন।

২৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফের্মিন লোপেস। পেদ্রির চমৎকার পাস পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৩০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তরেস, পেদ্রির ক্রস থেকে রাফিনিয়ার পাসে নিচু শটে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

বিরতির পরও আক্রমণে পিছিয়ে ছিল না বার্সেলোনা। ৫২তম মিনিটে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৫৯তম মিনিটে রাফিনিয়ার দারুণ পাসে তার শট প্রতিপক্ষের পায়ে লেগে জালে প্রবেশ করে।

Nagad

৭৬তম মিনিটে দানি ওলমোর প্রচেষ্টা রুখে দেন ভালেন্সিয়া গোলরক্ষক। শেষ মুহূর্তে ইয়ামালের শটও আটকে দেন তিনি। তবে তাতেও বড় জয়ের পথে বাধা হয়নি বার্সেলোনার।

লা লিগায় ১২ দিন আগেও ভালেন্সিয়ার বিপক্ষে ৭-০ গোলের জয় পেয়েছিল বার্সা। এবার কোপা দেল রে’তে ৫-০ ব্যবধানের দাপুটে জয়ে সেমিফাইনালে উঠলো জাভির শিষ্যরা।