৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ
সংবিধানসহ ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেছে সরকার। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে আলাদা আলাদা ছয়টি ফাইলে এসব প্রতিবেদন উন্মুক্ত করা হয়।
প্রকাশিত প্রতিবেদনের তালিকায় রয়েছে—. সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সংস্কার, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার, জনপ্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার,


গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নতুন সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে কাঠামোগত পরিবর্তন ও সুশাসন নিশ্চিত করতে ছয়টি পৃথক সংস্কার কমিশন গঠন করে।
সরকারের উদ্যোগ অনুযায়ী, এসব সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।