শক্তিশালী পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ
২০২৫ সালের বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তাদের সর্বশেষ সূচকে বাংলাদেশের পাসপোর্ট ৯৩তম অবস্থানে উঠে এসেছে, যা গত বছর ছিল ৯৭তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।
এ সূচকটি তৈরি করা হয়েছে দেশগুলোর পাসপোর্টের ওপর, যা আগাম ভিসা ছাড়াই অথবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতগুলো দেশে ভ্রমণ করা যায়, তার ভিত্তিতে। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৯টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।


বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে সিঙ্গাপুরের নাম এসেছে। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যা ১৯০টি দেশে ভ্রমণ করার সুবিধা দেয়। এছাড়া ১৮৯টি দেশ ভ্রমণ করার সুবিধা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, তাদের অবস্থান ৫২তম। ভারতের অবস্থান ৮০তম এবং শ্রীলঙ্কা ৯১তম অবস্থানে রয়েছে।