জুলাই আন্দোলনে সহিংসতা-হত্যার ভিডিও আপলোডের আহ্বান পুলিশের

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

জুলাই-আগস্টের গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যার ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন ব্যক্তিগত মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণ করা স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করেন।

ফেসবুক পোস্টে জানানো হয়, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলোর ডিজিটাল প্রমাণ সংগ্রহের লক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ওয়েবসাইটটিতে ছবি ও ভিডিও আপলোড করা যাবে।

আপলোডের নিয়ম
একটি মোবাইল নম্বর ব্যবহার করে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি ছবি বা ভিডিও আপলোড করা যাবে।
আপলোডের আগে মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে।
আপলোডকারী নিজ মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করে নিজের আপলোডকৃত ফাইল দেখতে পারবেন।
পুলিশের এই উদ্যোগ আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার তথ্য-প্রমাণ সংরক্ষণ ও তদন্তের জন্য নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।