বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার ঢাকা আসছেন
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চারদিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরে বিশ্বব্যাংকের সমৃদ্ধি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রাও যোগ দেবেন। তিনি অর্থনৈতিক নীতি, দারিদ্র্য, বিনিয়োগ ও প্রতিযোগিতার ওপর কাজের নেতৃত্ব দেবেন।


স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে প্রায় ৪৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যার বেশিরভাগই অনুদান বা স্বল্প সুদের ঋণ। বর্তমানে বাংলাদেশেই বিশ্বব্যাংক গ্রুপের আইডিএ (আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) দ্বারা সমর্থিত সবচেয়ে বড় কর্মসূচি চালু রয়েছে।