পাবনায় প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

পাবনা শহরে প্রকাশ্যে ছুরিকাঘাতে সাথী খাতুন (১৭) নামে এক তরুণীকে হত্যা করেছেন তার স্বামী। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাবনা পৌর সদরের দিলালপুর টেকনিক্যাল এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী শাওন ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা।

সাথী খাতুন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের নবিরুল ইসলামের মেয়ে। আর শাওন ইসলাম পাবনা পৌরসভার দিলালপুর পুরাতন টেকনিক্যাল এলাকার শরিফ উদ্দিনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে সাথী ও শাওনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। শাওন অften সাথীকে শারীরিক নির্যাতন করতেন।

সোমবার সকালে সাথী তার বাবার বাড়িতে যাওয়ার কথা বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন পেছন থেকে সাথীকে ছুরিকাঘাত করেন।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শাওনকে আটক করে এবং সাথীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Nagad

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, ‘ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাওনকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’