অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০৭

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এ গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য মতে, এই বিশেষ অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত মোট ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, এই অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, এলএমজি, শুটারগান, পাইপগানসহ নানা ধরনের অস্ত্র এবং ধারালো অস্ত্র। তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র যেমন, চাপাতি, দা, চাকু, কুড়াল, হাতুড়ি এবং বাটাল উদ্ধার করা হয়েছে।

‘ডেভিল হান্ট’ অভিযানটি ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হয়, যা দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য পরিচালিত হচ্ছে। ‘ডেভিল হান্ট’ এর শাব্দিক অর্থ ‘শয়তান শিকার’ করা।