স্টার টেকের বসন্ত উৎসব: প্রযুক্তি প্রেমীদের জন্য বিশেষ অফার
বসন্তের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য আকর্ষণীয় অফার ও উপহার নিয়ে এসেছে স্টার টেক। ‘বসন্ত উৎসব’-এ ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, স্মার্ট ওয়াচ, কিবোর্ড, মাউস, হেডফোনসহ বিভিন্ন প্রযুক্তি পণ্যে থাকছে নিশ্চিত মূল্যছাড় ও উপহার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) স্টার টেকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, গ্রাহকরা তাদের পছন্দের প্রযুক্তি পণ্য কিনলে বিকাশ পেমেন্টে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০০ টাকা) পাবেন। এছাড়া, নগদ পেমেন্টে বিশেষ ছাড় এবং ৬৪ জেলায় ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে প্রতিষ্ঠানটি।


পোস্টে জানায়-‘স্টার টেক বসন্ত উৎসবে আপনার পছন্দের প্রযুক্তি পণ্যে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ও নিশ্চিত মূল্যছাড়। সাথে বিকাশ পেমেন্টে পাবেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০০ টাকা)। এছাড়া, নগদ পেমেন্টের ক্ষেত্রে NAGAD প্রমো কোড ব্যবহার করুন এবং ৬৪ জেলায় ফ্রি হোম ডেলিভারির সুবিধা উপভোগ করুন!’
বিস্তারিত জানতে ও অর্ডার করতে ভিজিট করুন: https://www.startech.com.bd/boshonto-utshob
উল্লেখ্য, স্টার টেক বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি কম্পিউটার, ল্যাপটপ, গ্যাজেটসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের বিশাল সংগ্রহ নিয়ে কাজ করছে।