দুইবার পিছিয়ে পড়েও ম্যানসিটিকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে নাটকীয় জয়ে ম্যানচেস্টার সিটিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পড়ার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।
ম্যানসিটির হয়ে দুই গোল করেন আরলিং হালান্ড। তবে রিয়ালের হয়ে ম্যাচের ভাগ্য বদলে দেন কিলিয়ান এমবাপে, ব্রাহিম দিয়াজ ও জুড বেলিংহ্যাম।


১৯ মিনিটে জোসকো গার্দিওলের পাস থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন হালান্ড। তবে ৬০ মিনিটে ফ্রি-কিক থেকে ফিরতি বল জালে পাঠিয়ে রিয়ালকে সমতায় ফেরান এমবাপে।
এরপর ৮০ মিনিটে পেনাল্টি থেকে হালান্ড দ্বিতীয় গোল করেন, ফিল ফোডেনের বিপক্ষে দানি সেবালোস ফাউলের কারণে সিটি পেনাল্টি পায়। তবে শেষ দিকে আবারও রিয়ালের জাগরণ।
৮৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট এডারসনের হাত ফসকে গেলে বল পেয়ে যান ব্রাহিম দিয়াজ। সুযোগ লুফে নিয়ে গোল করেন সাবেক সিটি খেলোয়াড়।
৯২ মিনিটে ম্যাচের জয়সূচক গোল করেন জুড বেলিংহ্যাম। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোল করে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার।
রিয়ালের নায়ক দিয়াজ বলেন, ‘আমি গোল করে এবং দলের জন্য অবদান রাখতে পেরে খুশি। ম্যানসিটির মতো দলের বিরুদ্ধে জয় সহজ নয়। তবে দ্বিতীয় লেগ বাকি, কাজ এখনো শেষ হয়নি।’
বেলিংহ্যাম বলেন, ‘আমরা মৌসুমের সেরা ফুটবল খেলেছি, যদিও শুরুতে পিছিয়ে পড়েছিলাম। আমরা জানতাম সুযোগ আসবেই, আর সেটা কাজে লাগিয়েছি।’
সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘বারবার খেলার কারণে এটি এখন একপ্রকার ডার্বির মতো অনুভূত হচ্ছে।’
সিটির ডিফেন্ডার জন স্টোনস হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে দুটি ভুলের কারণে হেরে গেলাম…।’
দ্বিতীয় লেগে এই উত্তেজনা নতুন রূপ নেবে, সেটা বলার অপেক্ষা রাখে না।