ফরিদপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, কামড়ে ছিঁড়ে নেওয়া হলো কান

ফরিদপুর সংবাদদাতা:ফরিদপুর সংবাদদাতা:
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সংগৃহীত ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় অটোভ্যানের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক আহত হন, একজনের কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে প্রথম দফার সংঘর্ষ হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের মোহাম্মাদ ফকির (২৪) জন্মনিবন্ধন করতে ভাইদের নিয়ে অটোভ্যানে করে বোর্ড অফিসে আসেন। এ সময় কামারগ্রামের রিফাত হোসেন (২৬) ও তার সহপাঠীরা সেখানে দাঁড়িয়ে ছিলেন।

অটোভ্যানের হর্ন বাজানোকে কেন্দ্র করে চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে রিফাত ও মোহাম্মাদ সংঘর্ষে জড়ান।

সংঘর্ষের একপর্যায়ে মোহাম্মাদ ফকির রিফাত হোসেনের বাম কান কামড়ে ছিঁড়ে ফেলেন।

গুরুতর আহত অবস্থায় রিফাতকে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যান।

Nagad

পরে মোহাম্মাদ ফকিরকেও তার ভাইয়েরা হাসপাতালে আনলে রিফাতের বন্ধুরা তাদের ওপর হামলা চালান। এতে মোহাম্মাদ গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন,”খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”