মেট্রোরেলে একদিনে ৪ লক্ষাধিক যাত্রী পরিবহনের নতুন রেকর্ড
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতিবার মেট্রোরেল ব্যবহারে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করা হয়েছে, যা একটি নতুন রেকর্ড।
ডিএমটিসিএলের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে গত ৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩ লাখ ৮৩ হাজার যাত্রী এবং ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজার যাত্রী পরিবহন করেছিল মেট্রোরেল। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন।


ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, মেট্রোরেলের টিকিট বিক্রি থেকে গত অর্থবছরে ২৪৪ কোটি টাকা আয় হয়েছে। যাত্রীদের সুবিধার্থে মে মাস থেকে শুক্রবারেও সারাদিন মেট্রোরেল চালানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে মেট্রোরেল সপ্তাহে ছয় দিন পুরো সময় চলাচল করলেও শুক্রবার বেলা ৩টা থেকে সেবা দিয়ে থাকে। পিক আওয়ারে প্রতি ৮ মিনিট ও অফ-পিক আওয়ারে ১০ মিনিট পরপর ট্রেন চলাচল করে।