বাংলাদেশে অযোগ্য শাসক চাই না: হাসনাত আব্দুল্লাহ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে অযোগ্য শাসক আমাদের শাসন করবে।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের ৭৭তম ইসালে সওয়াব মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে আর দুর্নীতি, গুম-খুন, হত্যা চলতে পারে না। সব ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে, আমরা এমন বাংলাদেশ চাই।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোট ও প্রতিনিধিত্বের ক্ষমতা অপব্যবহার করলে তার দায় জনগণকেই নিতে হবে। নেতাদের গালাগালির আগে নিজেদের দায়বদ্ধ হওয়া জরুরি। ’

হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি, সুদ ও অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, ‘আমরা শিখছি, ভুল হলে শুধরে নেব। আপনাদের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে।’

Nagad