যুক্তরাষ্ট্র থেকে আরও ১১৬ ভারতীয় অবৈধ অভিবাসী ফেরত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ছবি হিন্দুস্তান টাইমস।

যুক্তরাষ্ট্র আরও ১১৬ ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। গতকাল শনিবার রাতে মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তাদের ভারতে পাঠানো হয়। বিমানটি অমৃতসরের শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ফেরত আসা অভিবাসীদের মধ্যে ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ২ জন করে উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের, এবং ১ জন করে হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের। তাদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

এটি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর দ্বিতীয় ঘটনা। গত সপ্তাহেও ১০৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়। এর আগেও অপরাধীদের মতো হাতকড়া পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠানোর অভিযোগ উঠেছিল।

এই ফেরত পাঠানোর ঘটনা এমন সময় ঘটল, যখন মাত্র দুই দিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্র আরও কঠোর হচ্ছে।

ফেরত আসা ভারতীয়দের গ্রহণ করতে তাদের পরিবার বিমানবন্দরে ভিড় জমায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Nagad