‘কাজের লোক’ চিকিৎসক সেজে বিদেশ যাচ্ছে, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়’
দুর্নীতিমুক্ত না হলে যত কথাই বলা হোক, সবই অসার—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে, তার একটি উদাহরণ হলো ভুয়া চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে বিদেশে চাকরিতে যাওয়া।


সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমিরাতের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ‘তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না। এত ভুয়া! কাজের লোক চিকিৎসকের সার্টিফিকেট নিয়ে এসেছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সে ডাক্তার হতে পারে না, তবু সে ডাক্তার হিসেবে চাকরি নিতে এসেছে।’ এসব শুনলে দেশের ভাবমূর্তি নিয়ে দুশ্চিন্তা হয়।
দুর্নীতিমুক্ত হওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটা অসম্ভব কিছু নয়, শুধু চেষ্টা ও প্রতিজ্ঞার দরকার। দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে, শিগগির হতে হবে। অপেক্ষা করলে হবে না।
বাংলাদেশের ভৌগোলিক ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আমাদের দুই পাশে ভারত ও চীন—দুই মহাশক্তি। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে, মাঝখানে থাকায় আমাদের ফেলে যেতে পারবে না। আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর, বিশাল উপকূলীয় অঞ্চল, যা আমাদের জন্য বড় সুযোগ। আমরা এতদিন তা কাজে লাগাইনি, এখন শুরু করলেই আমাদের অর্থনীতিকে কেউ আটকে রাখতে পারবে না।
হিমালয়ের জলবিদ্যুৎ সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তরে হিমালয় পর্বতমালা, যেখানে জমা আছে শক্তি। শুধু নেপাল ও বাংলাদেশের মধ্যে মাত্র ৪০ মাইল দূরত্ব অতিক্রম করলেই আমরা সেই শক্তি কাজে লাগাতে পারব।