এখনই পদ ছাড়ছি না: উপদেষ্টা নাহিদ
সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদত্যাগের বিষয়ে ছড়ানো গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই অনুমানের ভিত্তিতে তথ্য ছড়ানো অনুচিত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যদি নতুন দলে যোগ দিই, তবে আনুষ্ঠানিকভাবে সরকার থেকে পদত্যাগ করেই তা করব। সম্ভবত এ সপ্তাহের শেষ দিকে আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।
তবে তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, এখনো তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাবনা রয়েছে। নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী সংগঠন একটি রাজনৈতিক উদ্যোগের কথা বলেছে, এবং তিনি সেই উদ্যোগে যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি।