দেড় লাখ ছাড়াল স্বর্ণের ভরি, নতুন রেকর্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) থেকে নতুন মূল্য কার্যকর হবে। চলতি মাসে এটি চতুর্থবারের মতো স্বর্ণের দাম বাড়ানো হলো। এর আগে ১ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি ও ১০ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছিল।

নতুন স্বর্ণের দাম (ভরি প্রতি): ২২ ক্যারেট: ১,৫১,২৮২ টাকা (+১,৪৭০ টাকা), ২১ ক্যারেট: ১,৪৪,৪০০ টাকা (+১,৩৯৯ টাকা), ১৮ ক্যারেট: ১,২৩,৭৬৭ টাকা (+১,১৯০ টাকা), সনাতন: ১,০১,৯৩২ টাকা (+১,০১৫ টাকা)।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দামের ঊর্ধ্বগতির মধ্যেও রুপার দাম আগের মতোই রাখা হয়েছে। ২২ ক্যারেট: ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেট: ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেট: ২,১১১ টাকা, সনাতন: ১,৫৮৬ টাকা

বিশ্ববাজারের দাম ও ডলার বিনিময় হারসহ বিভিন্ন কারণে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Nagad