পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি ও ১৯ ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

সাবেক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি ও ১৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত।

এ আদেশটি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে এসেছে। মামলার শুনানির সময় আদালত বলেছে, আরিফা জেসমিনের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের সম্ভাবনা রয়েছে, যা তদন্তকে প্রভাবিত করতে পারে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সম্পদগুলো জব্দ করার প্রয়োজনীয়তা রয়েছে।

এদিকে, দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানিয়ে বলেন, দুদক এর সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক দুটি আবেদন করেন, এবং শুনানি শেষে আদালত তাদের মঞ্জুর করেন। এর আগে, গত ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক।

এ ঘটনায় আরও তদন্তের পাশাপাশি তারা বিদেশে যাওয়ার অনুমতি পাবে না বলে আদালত নির্দেশ দিয়েছেন।