‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে আজও শীর্ষ দূষিত শহর ঢাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

ছবি: শাহজালাল রোহান

বায়ুদূষণের মাত্রা বেড়েই চলেছে রাজধানী ঢাকায়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার স্কোর ছিল ২৪১, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।

একই সময়ে নেপালের কাঠমান্ডু ২১৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে, পাকিস্তানের লাহোর ২১১ স্কোর নিয়ে তৃতীয় এবং ভারতের দিল্লি ১৯০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

একিউআই সূচক অনুযায়ী, ২০১-৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত হয়।

রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের মারাত্মক সমস্যায় ভুগছে। বিশেষ করে শীতকালে এর মাত্রা বাড়ে এবং বর্ষাকালে কিছুটা কমে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।