পূর্বাচলে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী আরোবি আক্তার ও খাইরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে যাত্রী নিয়ে পূর্বাচলের তিনশ ফিট সড়ক হয়ে কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় পূর্বাচলের প্রবেশমুখে দ্রুতগতির রেডিমিক্স বোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আরোবি আক্তার ও খাইরুল ইসলাম মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পাশাপাশি রেডিমিক্স ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ফখরুল ইসলাম ও হেলপার নাহিদুল ইসলামকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Nagad